25-January 2021(UTC)
Space For Ads
কন্যাশিশু অপছন্দকারী স্বামী সাবু মিয়া তালাকের হুমকি দেয়ায় আকলিমা খাতুন নিজেই রাতের আঁধারে পাঁচ দিনের মেয়ে কুলসুম খাতুনকে পুকুরে ফেলে দিয়েছিলেন। শনিবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে আকলিমা এসব কথা বলেন। পরে শিশুর বাবা সাবু মিয়া ও মা আকলিমা খাতুনকে জেলহাজতে পাঠান আদালত। এর আগে শনিবার সকালে নন্দীগ্রাম
jugantor.com