26-November 2020(UTC)
 
Space For Ads
Prosenjit Paul
11/07/2016 11:40 AM

রোনালদোকে ফার্গুসনের অভিনন্দন (ভিডিও) | Banglamail24

প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন। উৎসবে ভাসছে গোটা পর্তুগাল শিবির। ম্যাচের গোটা সময় খেলতে না পারলেও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ সবাই। বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে রোনালদোকে কৃতিত্ব দিয়েছেন সতীর্থরা। সিআরসেভেনের অনুপ্রেরণাতেই তাদের এই সাফল্য। ম্যাচের ২৫ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়েন রোনালদো। ফলে বাকি সময়টা তাকে থাকতে হয়েছে ডাগ আউটে। কিন্তু অতিরিক্ত ত্রিশ মিনিটের সময় রোনালদো ছিলেন বেশ ব্যস্ত। কোচ সান্তোসকে টপকে নিজেই নির্দেশনা দিচ্ছিলেন সতীর্থদের। যা বেশ নজড় কেড়েছে সবাইকে। খেলোয়াড় হয়েও রোনালদোর কোচ হিসাবে আবির্ভূত হওয়ার দৃশ্য গ্যালারীতে বসে দেখেছেন প্রখ্যাত কোচ স্যার আলেক্স ফার্গুসন। যার হাত ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে তারকার ফুটবলারের যাত্রা শুরু রোনালদোর। ফাইনাল ম্যাচ শেষে সেই সাবেক শিষ্যকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন ফার্গুসন।

banglamail24.com

View: 0
Prosenjit Paul
11/07/2016 09:20 AM

ফ্রান্সকে কাঁদিয়ে ইউরোপ সেরা পর্তুগাল | Banglamail24

১৯৭৫ সালের পর ফ্রান্সের বিরুদ্ধে নেই কোন জয়। পরিসংখ্যান, ইতিহাস সবই ছিল বিপক্ষে। আবার স্বাগতিক ফ্রান্সের মাঠেই খেলা। সব দিক থেকে পিছিয়েই ইউরোর ফাইনালে মাঠে নেমেছিল পর্তুগাল। ২৫ মিনিটের মধ্যে আরও দুঃসংবাদ। ইনজুরির কারণে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের শিরোপা জয়ের আশা তখন অনেকেই ছেড়ে দিয়েছেন। কিন্তু না, রোনালদোর কান্নাই যেন সাহস যোগালো সতীর্থদের। শোক পরিনত হলো শক্তিতে। ৯০ মিনিট দাতে দাত চেপে লড়াই করল ন্যানি শিবির। অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায় জয়ের নায়ক এডার। বুলেট গতির শট লক্ষ্যভেদ করল ফ্রান্সের গোলপোস্ট। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল (১-০)।

banglamail24.com

View: 0