24-November 2020(UTC)
 
Space For Ads
Prosenjit Paul
06/07/2016 12:45 PM

জঙ্গিদের ভিডিও পোস্ট, লাইক, শেয়ার করলে মামলা | Banglamail24

গুলশানে আর্টিসান রেস্টুরেন্টে হামলার পর ফের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওতে তিন বাঙালি যুবককে ?হুমকি বার্তা? দিতে দেখা গেছে। এসব ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর ?বিরূপ প্রভাব? পড়তে পারে মনে করেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল বলে মনে করা হচ্ছে। বুধবার সকালে বিতর্কিত ওয়েবসাইট ?সাইটে? প্রকাশের পর পুলিশ হেড কোয়াটারের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে�এ তথ্য জানানো হয়েছে। এসম্পর্কে জানতে চাইলে মোবাইল ফোনে�শহিদুর�বলেন, 'কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট, শেয়ার বা লাইক দিলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।?�এ বিষয়ে ইতোমধ্যে নজরদারি শুরু হয়েছে বলেও জানান তিনি।

banglamail24.com

View: 0